ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

খান ব্রাদার্স শেয়ারের বিনিয়োগকারীরা লোকসানে দিশেহারা

২০২৩ সেপ্টেম্বর ১৬ ২১:১০:৫৭
খান ব্রাদার্স শেয়ারের বিনিয়োগকারীরা লোকসানে দিশেহারা

এই বিষয়ে আবদুর রহিম নামে এক বিনিয়োগকারী বলেন, “খান ব্রাদার্সের শেয়ারের দাম ৬০ টাকার ওপরে যাবে। যারা শেয়ারটির পেছনে রয়েছেন, তাদের সঙ্গে কোম্পানি কর্তৃক্ষের সমঝোতা হয়েছে। কোম্পানিটি এবার ভালো ডিভিডেন্ড দিবে-এমন গুজবের ফাঁদে পড়ে আমি ৩৮ টাকার ওপরে শেয়ারটি কিনেছি। এখন প্রায় অর্ধেকের বেশি পুঁজি নেই”-আর্তনাদের সুরে কথাগুলো বলেন এই বিনিয়োগকারী।

আমজাদ হোসেন নামে আরেক বিনিয়োগকারী জানান, তাকে তার পরিচিত কয়েক বিনিয়োগকারী বলেছিলেন যারা শেয়ারটি পেছনে রয়েছে, তারা আইসিবি থেকে ব্লকে ৩৩ টাকার ওপরে ১ কোটি শেয়ার নিয়েছেন। শেয়ারটি শিগগির ৬০ টাকা ক্রস করবে। কিনলে অবশ্যই লাভ হবে। এই আশায় তিনি ৩৭ টাকা করে শেয়ারটিতে এন্ট্রি দিয়েছেন। এখন তার প্রতি শেয়ারে ১৬ টাকা বা ৪৩ শতাংশের বেশি পুঁজি নেই।

এভাবে গত চার-পাঁচ মাসে কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ৩৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ পাঁচ মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ টাকা ৯০ পয়সা বা ২৮৯ শতাংশ। যে সকল বিনিয়োগকারী সর্বোচ্চ দরে শেয়ারটিতে বিনিয়োগ করেছেন তাদের পুঁজি অর্ধেকে নেমেছে।

তবে আশার বিষয় হচ্ছে কোম্পানিটির লোকসান আগের বছরের তুলোনায় অনেক বেশি কমেছে। অর্থাৎ লোকসানে থেকেও কোম্পানিটি গত বছর বিনিয়োগকারীদের জন্য দুই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই বছর যেহেতু লোকসানের পরিমাণ অনেক বেশি কমেছে, তাই এই বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের আরও ভালো ডিভিডেন্ড দিতে পারে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৬ পয়সা। অর্থাৎ ৯ মাস শেষে কোম্পানিটির লোকসান কমেছে আগের বছরের তুলোনায় ১৩ পয়সা বা ৮১.২৫ শতাংশ। সে হিসেবে কোম্পানিটির ডিভিডেন্ড ভালো আসতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

তারা বলছেন, যে হারে কোম্পানিটির লোকসান কমতে শুরু করেছে, সে হিসেবে (এপ্রিল-জুন’২৩) এই তিন মাসে লোকসান কাটিয়ে মুনাফায়ও ফিরতে পারে কোম্পানিটি। এতে করে ভালো ডিভিডেন্ডও ঘোষণা আসতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

সর্বশেষ ২০২২ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২১ সালে কোনো ডিভিডেন্ড দেয়নি। তার আগের বছর ২০২০ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের বছর ২০১৯ সালে কোনো ডিভিডেন্ড দেয়নি।

গত দুই সপ্তাহের ডিএসই-তে শীর্ষ দরপতনের তালিকায় ছিল খান ব্রাদার্সের শেয়ার। আগের সপ্তাহের শেয়ারটির দর কমেছিল ১২.০১ শতাংশ। ওই সপ্তাহে শেয়ারটি পতনের শীর্ষ তালিকায় প্রথম নম্বরে ছিল। আর বিদায়ী সপ্তাহে শেয়ারটি পতনের শীর্ষ তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে। বিদায় সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৫.৬৬ শতাংশ। এতে দেখা যায়, দুই সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২৭.৬৬ শতাংশ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর