ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১৮:৫৭:৫৩
এক নজরে তিন কোম্পানির ডিভিডেন্ড

ওয়ালটন : কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আর পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ টাকা ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪৩ টাকা ৭৩ পয়সা।

আগামী ২৯ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০২ অক্টোবর।

ফনিক্স ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ১৮ পয়সা।

আগামী ০৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।

ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৮ টাকা ০৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৪ অক্টোবর।

সাইফুল/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর