ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৭ দিনের মধ্যে দুই মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

২০২৩ সেপ্টেম্বর ১৫ ১৫:৫৭:১৭
৭ দিনের মধ্যে দুই মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে আগামী সাত দিনের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে বিদেশিদের সহযোগিতা করছে এমন একজনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তারা রবার্ট শোনাভের নামের এক রুশ নাগরিক সঙ্গে যোগাযোগ ও অবৈধ সম্পর্ক রেখেছিলেন।

রয়টার্স জানিয়েছে, অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনাভ ভ্লাদিভস্টোকের মার্কিন দূতাবাসের কর্মকর্তা ছিলেন। তিনি ২০২১ সাল পর্যন্ত দূতাবাসে চাকরি করেছিলেন। পরে রাশিয়ার আদেশে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় দূতাবাস।

নিরাপত্তা পরিষেবার (এফএসবি) বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, শোনোভ রাশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অসন্তোষ নিয়ে মস্কোতে মার্কিন দূতাবাসের কর্মীদের কাছে তথ্য সরবরাহ করছিলেন ।

এফএসবি জানিয়েছে, তারা শোনোভের সঙ্গে যোগাযোগ আছে এমন সব দূতাবাস কর্মীদের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শোনোভকে রাশিয়ার জাতীয় নিরাপত্তার ক্ষতি করার লক্ষ্যে অর্থ প্রদান করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে দুই মার্কিন কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন দূতাবাসের হস্তক্ষেপ কড়া হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর