ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১১:২৩:১৮
বাংলাদেশ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারির কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র

মিলারকে প্রশ্ন করা হয়েছিল- জি-টোয়েন্টি সম্মেলনের ঠিক আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বাংলাদেশ সফরে এসে ঢাকায় বলেছিলেন যে মস্কো এই অঞ্চলে মার্কিন শাসন ও হস্তক্ষেপ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করবে এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, তারা চায়। এখানে এসে ইউএস ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি নামে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে। এ ব্যাপারে আমেরিকানদের অবস্থান কি?

জবাবে মিলার বলেন, আমি রাশিয়ার প্রতি সম্মান রেখে বলব, যে দেশ দুটি প্রতিবেশীকে আক্রমণ করেছে, যেখানে এটি প্রতিদিন স্কুল, হাসপাতাল এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে বোমা হামলা চালানো হয়। সে দেশকে অন্য কোনো দেশের বিষয়ে কথা বলা উচিত নয়। তবে আমি বলব, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ক্ষেত্রে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত এবং উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। এটাই আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের উদ্দেশ্য এবং এটাই আমাদের অবস্থান।

বাংলাদেশের দুই সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা এর আগেও বেশ কয়েকবার এ বিষয়ে কথা বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি উন্মোচিত হয় এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হয়। সাংবাদিকদের তাদের জীবনকে প্রভাবিত করে এমন দৈনন্দিন সমস্যা সম্পর্কে জনগণকে জানানোর সুযোগ দিতে হবে।

তিনি বলেন, আপনারা যেমন প্রতিদিন আমার কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে চান, তেমনি সাংবাদিকদেরও নিশ্চিত করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা।

তিনি আরও বলেন, ‘আমি প্রায়ই বলে থাকি- সাংবাদিকদের অবশ্যই কোনো ধরনের ভীতি, হয়রানি এবং সহিংসতা ছাড়া কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের যেসব সাংবাদিকরা সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে; তাদের বিরুদ্ধে সরকারের রাষ্ট্রীয় এবং নিপীড়নমূলক আচরণের বিষয়ে আমরা উদ্বিগ্ন।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর