ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পরীক্ষার মাঝে প্রসব বেদনা, কেন্দ্রেই সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী

২০২৩ সেপ্টেম্বর ১৩ ১১:০৬:৩৪
পরীক্ষার মাঝে প্রসব বেদনা, কেন্দ্রেই সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী

সুইটি আক্তার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুরচর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিবিয়াঘাটা মাদ্রাসা থেকে এবারের আলীম পরীক্ষায় অংশগ্রহণ করেন সুইটি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ইসলামের ইতিহাস পরীক্ষায় বসেছিলেন সুইটি। পরীক্ষার দুইঘণ্টা পার হলে প্রসব বেদনা শুরু হয় তার। কাউকে না জানিয়ে বাথরুমে যেতে বের হয়ে বারান্দায়ে এলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে বারান্দাতেই সন্তান প্রসবের উপযুক্ত ব্যবস্থা নেয়া হলে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

এ ঘটনার পর কেন্দ্র সচিব আবুল হাসান মো. এনামুল হক সুইটির স্বামীকে খবর পাঠালে তিনি দ্রুত কেন্দ্রে পৌঁছে নবজাতকসহ স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু চিকিৎসক খাইরুল আলম সিদ্দিক রায়হান বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চার জন্ম হওয়ায় নবজাতকটি ঝুঁকির মধ্যে রয়েছে। তার ওজন এক কেজি ৬০০ গ্রাম। তাই পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর