ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পুলিশ-মিলিটারি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

২০২২ নভেম্বর ২৪ ১৫:১৩:৪৬
পুলিশ-মিলিটারি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

সম্প্রতি নেপাল সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘পুলিশ দিয়ে কিন্তু আমি ব্যালান্স (সমতা) তৈরি করব না। ব্যালান্সটা তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের মধ্যে সংলাপ অপরিহার্য।’

তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে যদি মোটাদাগে মতৈক্য না থাকে, তাহলে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন তুলে দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোর সহায়তা লাগবে। তাদের মধ্যে একটা সমঝোতা লাগবে।’

সিইসি বলেন, ‘আমি মনে করি, সংলাপ যত করা যায় তত ভালো। এটা হওয়া খুব প্রয়োজন। আমরা রাজনীতিতে জড়াতে চাই না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে আমরা সহায়তা প্রত্যাশা করি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকারের একটি ভিন্ন সত্তা রয়েছে। তার যে মন্ত্রণালয় ও বিভাগগুলো আছে, তাদের কাছ থেকে আন্তরিক ও সদিচ্ছাভিত্তিক সহায়তা না থাকলে নির্বাচন কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা সম্ভব হবে না।’

সিইসি বলেন, ‘এটি ঠিক যে এখনো সাড়া আসেনি। তবে আসবে না, তা নয়। আমরা একটু অপেক্ষা করি। আমার বিশ্বাস, সরকার সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। আমরা মনে করি, যৌক্তিকভাবেই কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেটি সরকার অগ্রাহ্য করবে, বিষয়টি এমন নয়। আমরা আরও কিছুদিন দেখি।’

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর