ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিমানবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন!

২০২৩ সেপ্টেম্বর ১২ ০৯:৫৮:০১
বিমানবন্দরকেন্দ্রিক যোগাযোগব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন!

ঢাকার যানজট, এবং ট্রাফিক সিগন্যালে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট হয় সড়কে। এর মধ্যে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী আকাশপথের যাত্রীরা।যাত্রাপথের এ ভোগান্তি ঘোচাতে উন্নত বিশ্বের আদলে বহুমুখী (মাল্টিপল) যোগাযোগব্যবস্থা থাকছে নির্মাণাধীন এ বিমানবন্দরের থার্ড টার্মিনালে। চোখ জুড়ানো নির্মাণশৈলী আর স্বয়ংক্রিয় সেবার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের সহজ, দ্রুত ও নিরাপদ যাতায়াতে থাকছে বিশেষ ব্যবস্থাও।

নির্মাণাধীন শাহজালাল তৃতীয় টার্মিনালের মাস্টার প্ল্যান দৃশ্যমান হওয়ায়, বিমান যাত্রীরা বহুমুখী প্রবেশ এবং প্রস্থান সংযোগের আশা করছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতোমধ্যেই এই টার্মিনালের সাথে সরাসরি বিমানবন্দরে আসার জন্য রাস্তার সাথে যুক্ত হয়েছে। নির্মাণ কাজ শেষের দিকে উত্তরা ও বিমানবন্দর স্টেশন ব্যবহার করে আসা রেল যাত্রীদের জন্য ফ্লাইওভার। সেবা মিলবে বিআরটিএ পদ্ধতিতেও।

এ ছাড়া নির্মাণ শেষ হওয়ার পথে ভবিষ্যতে পরিকল্পনায় থাকা কমলাপুর রেলস্টেশন থেকে বিমানবন্দরে আসার পাতাল রেল সংযোগ পয়েন্টের কাজ।

সরকারের সমন্বিত পদক্ষেপের অভূতপূর্ব এমন ব্যবস্থায় সব প্রান্ত থেকেই বাধাহীনভাবে যাত্রীরা নামতে পারবেন সরাসরি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। এমনটিই মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর