ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে : দুলু

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৭:৫৭:৪৯
আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে : দুলু

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আজ সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর এক মাস ক্ষমতায় থাকতে পারবেন বলে আমি মনে করি না। অধ্যাপক ড. ইউনূসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে।

দুলু বলেন, সরকার পাগল হয়ে গেছে। যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর থাকবে না। এটা ফাইনাল।

সমবায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। জেলা সমবায় দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব মসলেম উদ্দিন সরকার রুপোসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সমবায় দলের ভাইস চেয়ারম্যান মোকাম্মেল কবির।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর