ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সী পার্লের শেয়ারে কারসাজির অভিযোগ

২০২২ নভেম্বর ২৪ ০৭:৩৫:৩১
সী পার্লের শেয়ারে কারসাজির অভিযোগ

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্টে কোম্পানিটির শেয়ার দাম ছিল ৫৮ টাকা। শেয়ারটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুরু হয় মূলত সেপ্টেম্বর থেকে। সর্বশেষ বুধবার (২৩ নভেম্বর) লেনদেন শেষে তা বেড়ে তিন গুণ হয়ে গেছে।

শেয়ারটির এ মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা। অনেকেই বলছেন, এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে তদন্তের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এ কারণে কারসাজিকারীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। বিএসইসির পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হলে কোম্পানিটির শেয়ারের বড় ধরনের কারসাজির প্রমাণ মিলবে বলে দাবি করেন তারা।

ডিএসই সূত্র বলছে, অক্টোবর থেকে টানা দাম বাড়তে শুরু করলেও এর পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছিল না। ১২ অক্টোবরে কোম্পানিটি গত জুনে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর আগেই কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১৫০ টাকার কাছাকাছি পৌঁছে যায়।

এরপর ১৩ অক্টোবর কোম্পানিটি গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। তাতে কোম্পানিটি জানায়, উল্লিখিত প্রান্তিকে তাদের মুনাফায় বড় ধরনের উল্লম্ফন হয়েছে। তাতে আরেক দফা বাড়তে শুরু করে কোম্পানিটির শেয়ারের দাম।

এদিকে কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়িয়েছে ৩০০-এর ওপরে। তবে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এর পিই রেশিও দাঁড়িয়েছে ৩৫.৩৯-এ।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর