ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার মেয়ে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহবায়ক!

২০২২ নভেম্বর ২৩ ২১:২৪:৪৯
বিএনপি নেতার মেয়ে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহবায়ক!

পৌরসভা যুব মহিলা লীগের সদস্য সচিব করা হয়েছে পৌরসভার বাইরের একজন সংরক্ষিত নারী ইউপি সদস্যকে। এ নিয়ে জেলাজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) কোটলীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে যুব মহিলা লীগের উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গাজী আফরোজা বিনতে মনসুর লিপির সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা ও জেলা যুব মহিলা লীগের সভাপতি পার্সিয়া সুলতানাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদারের মেয়ে রওশন আরা খানম মিলিকে আহবায়ক ও রুবি বিশ্বাসকে সদস্য সচিব করে কোটালীপাড়া উপজেলা শাখা এবং শাবানা জেসিকে আহবায়ক ও কোটালীপাড়ার হিরন ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য তপু বিশ্বাস কল্পনাকে সদস্য সচিব করে কোটালীপাড়া পৌর শাখা যুব মহিলা লীগের কমিটি গঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির সাবেক সভাপতির মেয়ে মিলিকে যুব মহিলা লীগের আহবায়ক ও পৌরসভার বাইরের একজন সংরক্ষিত নারী ইউপি সদস্যকে পৌরসভা শাখার সদস্য সচিব করা হয়েছে। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

আলম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর