ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন : কাদের সিদ্দিকী

২০২২ নভেম্বর ২৩ ২১:০৩:১২
বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন : কাদের সিদ্দিকী

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর ডাকবাংলো চত্বরে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ জাতীয় সংসদ উপনির্বাচনে সরকার কর্তৃক জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদে এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।

কাদের সিদ্দিকী বলেন, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর যে ভোট চুরি হয়েছিল তার চেয়ে বেশি ভোট চুরি হয়েছে ২০১৮ সালে। এখন আর আমি ‘৯৯ সালের ভোট চুরির কথা বলতে চাই না।

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, কয়েক দিন যাবত শুনছি বন বিভাগ নোটিশ দিয়েছে বাড়িঘর ছেড়ে দিতে হবে। এসব জমিতে রয়েছে মা-বাবার কবর, বাড়িঘর ও ফসল আবাদের জায়গা।

তিনি বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এক ইঞ্চি জমির মধ্যে যদি বন বিভাগ মাতব্বরি করতে যায় তাহলে আমাকে খবর দিবেন। তাদের (বন বিভাগের লোক) সখীপুর থেকে বের করে দেওয়া হবে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর