ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

২০২৩ আগস্ট ২৯ ১৫:১৮:০৯
ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

বর্তমানে কারাগারে আটক ইমরানকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

খবরে বলা হয়, পাকিস্তানের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। রায়ের কপি খুব দ্রুত পাওয়া যাবে।

হাইকোর্টের বিচারপতি ফারুক বলেন, ‘আমরা জানাচ্ছি যে, ইমরান খানের আপিল অনুমোদন করা হয়েছে।’

এর আগে গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমান করেন।

এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেন।

ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।

মার্কে্ট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর