ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ৪৩ শতাংশ

২০২৩ আগস্ট ২৬ ১৪:২৮:৪৮
মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ৪৩ শতাংশ

ডিএসই সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকায়।

সর্বশেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ৬.২২ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা বেড়ে ৪২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। যার ক্লোজিং দরও ছিল একই। শেষদিন শেয়ারটির দর সর্বনিন্ম ৩৯ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৩ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। এদিন কোম্পানিটির ৩৮ লাখ ৮০ হাজার ৩৫৯টি শেয়ার ৩ হাজার ৫৮৩ বার হাতবদল হয়, যার বাজারদর ১৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ৪৩ টাকা ৬০ পয়সা ও সর্বনিন্ম ২৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার বছরের সর্বোচ্চ দরের উচ্চতা স্পর্শ করে।

ডিএসইর প্রোপাইলে দেখা যায়, ২০২০ সালে কোম্পানিটির ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। এরপর আর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো তথ্য জানায়নি। উৎপাদন বন্ধ থাকায় গত আড়াই বছরে কোম্পানিটির লোকসান আরও বাড়তে পারে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর