ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

২০২৩ আগস্ট ২৫ ১১:২২:৩৯
সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২০-২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯৭টির দর বেড়েছে, ৬০টির দর কমেছে, ২২৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে মার্কেন্টাইল ইন্সুরেন্সের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে মার্কেন্টাইল ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৩ টাকা বা ৫.৪১ শতাংশ। এর মাধ্যমে মার্কেন্টাইল ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে স্থান নিয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে নর্দার্ন জুটের ৪.৩১ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০১ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৭৫ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৫৮ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৫০ শতাংশ, সিমটেক্সের ৩.৫০ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৪৮ শতাংশ এবং জেনারেশন নেক্সটের ৩.১৩ শতাংশ দর কমেছে।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর