ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

প্রাইম টেক্সটাইল থেকে অর্থ পাচার

২০২৩ আগস্ট ২৪ ১৩:২২:৪৬
প্রাইম টেক্সটাইল থেকে অর্থ পাচার

২০২১ সালে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তালিকাভুক্ত কোম্পানি থেকে গ্রুপের অন্যান্য কোম্পানিতে অর্থ পাচার প্রতিরোধ বন্ধে শক্ত অবস্থান নেয় । যার আলোকে অনেক কোম্পানি টাকা পাচার করেও ফেরত আনতে বাধ্য হয়। তবে সেটার মনিটরিংয়ের অভাবে প্রাইম টেক্সটাইলের মতো অনেক কোম্পানি অসৎ এই উপায় অবলম্বন করে বিনিয়োগকারীদের ঠকাচ্ছে।

প্রাইম টেক্সটাইলের নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি থেকে সহযোগি প্রতিষ্ঠানে ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু ওই বিনিয়োগ থেকে প্রাইম টেক্টাইল কোন আর্থিক সুবিধা পাচ্ছে না। এছাড়া ওই বিনিয়োগ বাড়ছেও না। এতে করে প্রাইম টেক্সটাইল ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এদিকে প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ শ্রম আইন পরিপালন করেছে বলে দাবি করলেও নিরীক্ষক কোন নিরীক্ষিত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) হিসাবে পায়নি।

বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত ডিভিডেন্ড হস্তান্তর করেনি প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ। কোম্পানিটিতে ৩ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকার অবন্টিত ডিভিডেন্ডশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইলের পরিশোধিত মূলধন ৩৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৫০ শতাংশ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর