ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মাঝ আকাশে যাত্রীর রক্তবমি, বিমানের জরুরি অবতরণ

২০২৩ আগস্ট ২২ ১৩:৫৭:৩৬
মাঝ আকাশে যাত্রীর রক্তবমি, বিমানের জরুরি অবতরণ

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ভারতের মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে যাত্রীবাহী ইন্ডিগোর বিমানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই যাত্রীর নাম ডি তিওয়ারি (৬২)। এ ঘটনার সময় বিমানে উপস্থিত চিকিৎসক প্রাথমিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ফলে দেশটির নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

জরুরি অবতরণের পর বিমানের কর্মীরা ওই যাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, প্রৌঢ় যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন ডি তিওয়ারি। এ কারণেই তার রক্তবমি হয়েছিল।

নাগপুর বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লেনটি অন্য যাত্রীদের সঙ্গে নিয়ে আবার রওনা দেয় রাঁচির উদ্দেশে। এতে প্লেনটির গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরি হয়।

এ ঘটনায় ইন্ডিগোর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, মুম্বাই থেকে রাঁচি যাওয়ার পথে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্লেনটিকে নাগপুরে জরুরি অবতরণ করাতে হয়। তবে সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবার ও প্রিয়জনদের আমরা সমবেদনা জানাই।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর