ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এক মাস ধরে কাশিতে ভুগছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

২০২৩ আগস্ট ১৯ ১৮:৪১:০৪
এক মাস ধরে কাশিতে ভুগছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার পর্যটন ও সৃজনশীল অর্থনীতিবিষয়ক মন্ত্রী সানদিয়াগা উনো জানান, তিনি (জোকো) গত চার সপ্তাহ ধরে কাশিতে ভুগছেন। আগে তার কখনো তার এমন পরিস্থিতি হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, তার কাশির কারণ নির্ণয়ে চেষ্টা করছেন তারা। তবে বায়ুদূষণের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতার বায়ুমান পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। শনিবার সকালেও (১৯ আগস্ট) বায়ুদূষণের শীর্ষে ছিল শহরটি। এ সময়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শহরটির স্কোর ছিল ১৫৬। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট গত মাস থেকে কাশিতে ভুগছেন।

জাকার্তার এ দূষণের অন্যতম কারণ হচ্ছে যানবাহনের নিসৃত ধোঁয়া, নির্মাণকাজ, কয়লা ও জৈব জ্বালানির যথেচ্ছা ব্যবহার। এ ছাড়া জাকার্তার আশপাশের বিভিন্ন শিল্পকারখানার ধোঁয়া উদগীরণের কারণে শহরে বায়ুর পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে।

দেশটিতে ২০২১ সালে দেশটির ৩২ জন নাগরিক শহরে বায়ুদূষণ কমাতে জোকোর বিরুদ্ধে পিটিশন দায়ের করেন। পর্যবেক্ষণে তিনজন বিচারকের একটি প্যানেল বায়ুদূষণের জন্য সরকারকে দায়ী করেন। বিচারকদের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জোকোর মন্ত্রিপরিষদ। তবে সেখানেও তারা হেরে যান। এ নিয়ে আবারও আপিল করেন জোকোর প্রতিনিধিরা। যা আদালতে এখনো বিচারাধীন। এরই মধ্যে মধ্যে প্রেসিডেন্টের অসুস্থতার খবর সামনে এসেছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর