ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজাকারদের কাছে আমরা পরাজিত হয়ে যাচ্ছি : মুনতাসীর মামুন

২০২৩ আগস্ট ১৯ ১৮:৩৭:২১
রাজাকারদের কাছে আমরা পরাজিত হয়ে যাচ্ছি : মুনতাসীর মামুন

রাজধানীতে শনিবার (১৯ আগস্ট) গণহত্যা জাদুঘরের আয়োজনে এক কর্মশালা সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ও গণহত্যা জাদুঘর ট্রাস্ট্রের সভাপতি মুনতাসীর মামুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এর বিপরীতে এক দশক ধরে আমরা ইতিহাস গবেষণাকর্ম চালিয়ে যাচ্ছি। এখানে নির্মূল কমিটি কাজ করেছে। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদের ওপর হামলা হয়েছে। মিডিয়ার মধ্যেও একটা প্রবল ভীতি কাজ করছে। আওয়ামী লীগের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিজয় করতে গিয়ে আমরা পরাজিত হয়ে যাচ্ছি। রাজাকার আলবদর যারা পরাজিত ছিল তারাই বিজয়ী হয়ে যাচ্ছে।

জামুকা’র বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) ড. মো. নুরুল আমিন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে এলাকায় গণহত্যা হয়েছে, সেটা কেন হয়েছে বের করে গবেষণার মাধ্যমে তুলে ধরা। স্বাধীনতাবিরোধী তিন-চার বাহিনীর সঙ্গে আরও যে স্থানীয় বাহিনী রয়েছে তাদের নাম, পরিচয়, ক্যাম্প কোথায় ছিল তা এলাকাভিত্তিক শনাক্ত করা। তাদের সাংগঠনিক কাঠামো, দক্ষতা বের করতে পারলেই বোঝা যাবে, তারা একাত্তরের মুক্তিযুদ্ধে কি ধরনের ভূমিকা রেখেছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত গণহত্যাবিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইসড অধ্যাপক ড. মাহবুবর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শেদা বিনতে রহমান, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আহমেদ শরীফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তপন পালিত, গণহত্যা জাদুঘরের উপপরিচালক রোকনুজ্জামান বাবুল, গবেষণা কর্মকর্তা সহুল আহমদ, প্রকাশনা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর