ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আজাদ প্রোডাক্টসের আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৩ আগস্ট ১৭ ২২:০৩:০৩
আজাদ প্রোডাক্টসের আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর এই আদেশ দেন।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবুল কালাম আজাদের বকেয়া হোল্ডিং ট্যাক্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ লাখ ৯৩ হাজার টাকা।

এই সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

হোল্ডিং ট্যাক্সসহ নানা বিষয় নিয়ে সিটি করপোরেশনের বিশেষায়িত এই আদালত করপোশেনে নিয়মিত বসে বলে জানান নাছের।

ঢাকা দক্ষিণ সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বকেয়া পরিশোধে বারবার তাগাদা ও তলব করার পরও তা পরিশোধ করেননি আবুল কালাম আজাদ। তিনি আদালতে গরহাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ অগাস্ট দিন রেখেছে আদালত।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর