ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শাসক গোষ্ঠীর লাঠিয়ালে পরিণত হয়েছে প্রশাসন

২০২৩ আগস্ট ১৭ ১৭:২২:৫২
শাসক গোষ্ঠীর লাঠিয়ালে পরিণত হয়েছে প্রশাসন

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ মানুষ শাসক শ্রেণির দাসে পরিণত হয়েছে। মানুষের রাজনৈতিক অধিকার নেই। দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। স্মার্ট বাংলাদেশ জেলখানায় পরিণত হচ্ছে। দেশে শান্তি নিয়ে আসতে অবাধ, সুষ্ঠু নির্বাচন দরকার।

'সারাদেশে দুর্নীতি চলছে' অভিযোগ করে জি এম কাদের বলেন, দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে চলছে। গ্রাম-গঞ্জ আজ মাদকে সয়লাব। সরকার দেশের অর্থনীতি নষ্ট করেছে, ইতিহাস বিকৃত করেছে। সরকারের লোকজন লাভের জন্য পরিবেশ নষ্ট করছে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর