ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বড় উত্থানেও লেনদেনে অবনতি

২০২৩ আগস্ট ১৭ ১৫:৫৪:১৮
বড় উত্থানেও লেনদেনে অবনতি

কিন্তু সূচকের বড় উত্থানের দিনেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে পারেনি। কারণ এখনো তাদের শেয়ারে বড় লোকসান। যে কারণে বড় উত্থানের দিনেও শেয়ারবাজারের লেনদেনে আরও অবনতি হয়েছে।

আজ ডিএসইতে আট কোম্পানির শেয়ারের দর কমার বিপরীতে বেড়েছে ১৫৩টি কোম্পানির। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৯৯ কোটি টাকার। যা গত চার মাস ২০ দিনের মধ্যে সর্বনিম্নন। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস রোববার, সোমবার এবং বুধবার দরপতনের পর আজ বৃহস্পতিবার উত্থান হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিশেষ উদ্যোগের ফলে আজ বাজার ঘুরে দাঁড়িয়েছে।

বাজারের দরপতন রোধে বৃহস্পতিবার সকালে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের নিয়ে বৈঠক করে বিএসইসি। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করবে বিএসইসি।

ডিএসইর তথ্যমতে, আজ বাজারে ৩২১টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৭৬৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৫২ লাখ ৯২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে ১৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২৬ টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৬৬৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর