ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামী গ্রেফতার

২০২২ নভেম্বর ২৩ ১১:২৯:৩৬
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামী গ্রেফতার

চট্টগ্রামের কালুরঘাট পুলিশ ফাঁড়িতে অভিযান চালিয়ে মাদক ছিনতাই মামলার আসামিকে ভাইসহ গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী এলাকা থেকে আসামি হানিফ ও তার ভাই ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান চৌধুরী বলেন, হানিফ ও ইয়াসিনকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে গত ১৯ নভেম্বর ৫ হাজার পিস ইয়াবাসহ হানিফ ও দেলোয়ার নামে দুই মাদক চোরাকারবারীকে আটক করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, হানিফ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এর আগেও হানিফকে পুলিশ হেফাজতে নিয়ে ছিনিয়ে নিয়েছিল পুলিশ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর