ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাশিয়ায় গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

২০২৩ আগস্ট ১৫ ১৪:৩৪:০৩
রাশিয়ায় গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২৫

কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার দাগেস্তানের রাজধানী মাখাচকালাতের একটি মহাসড়কের পাশে অটো মেরামতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বিস্ফোরণ ঘটলে কাছের একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। অনলাইনে একটি ভিডিও দেখা গেছে, একটি একতলা ভবনে আগুন জ্বলছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, এখানে যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে।

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কো জানিয়েছেন, এ ঘটনায় আহত বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। ১০ জনের অবস্থা সংকটাপন্ন। আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে।

রাশিয়ার জরুরি বিভাগের তথ্যমতে, ৬০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সাড়ে ৩ ঘণ্টার বেশি চেষ্টা চালায় দমকল বাহিনী।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর