ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে ১০ কোম্পানির শেয়ার

২০২৩ আগস্ট ১৩ ১৬:৪০:১০
ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে ১০ কোম্পানির শেয়ার

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে ১০ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পদ্মা অয়েল, একমি ল্যাবরেটরিজ, মীর আক্তার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ পদ্মা অয়েলের শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা বা ০.১৪ শতাংশ। গতকাল ফ্লোর প্রাইসে অবস্থান কালে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০৯ টাকা ২০ পয়সায়। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৫০ পয়সায়।

এছাড়াও আজ তালিকাভুক্ত আরও ৯টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হতে দেখা গেছে। তবে দিন শেষে কোম্পানিগুলোর শেয়ার আবারও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে।

আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে আবারও ফ্লোর প্রাইসে ফিরে আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একমি ল্যাবরেটরিজ, মীর আক্তার, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার আজ ভালো লেনদেন করে ওপরে ওঠার চেষ্টা করেছে। তবে লেনদেনের শেষদিকে বাজারে অস্বাভাবিক সেল প্রেসার দেখা গেছে অন্যান্য কোম্পানির শেয়ারের মতো এই শেয়ারগুলোও পিছুটান দেয়। ফলে শেষ বেলায় শেয়ারগুলো ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর