ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকার কাছে গ্রেনেড হামলার আসামি ফেরত চেয়েছে বাংলাদেশ

২০২২ নভেম্বর ২২ ২১:৩৯:২১
দক্ষিণ আফ্রিকার কাছে গ্রেনেড হামলার আসামি ফেরত চেয়েছে বাংলাদেশ

আসামীদের ফেরত দেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাসেগো ডিলামিনি।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকশেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা জানান তিনি।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন মাসেগো ডিলামিনি। ওই বৈঠকের সাইডলাইনে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দুজন আসামি সেখানে আছেন বলে আমরা জানি। এর মধ্যে একজনের অবস্থান সম্পর্কে আমরা অবশ্যই নিশ্চিত। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। এটি নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সহযোগিতা পাব, এটি তারা নিশ্চিত করেছেন।’

শাহরিয়ার আলম বলেন, ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী। দেশটির উদ্যোক্তারা বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করতে পারে এবং কৃষি, আইটি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।’ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে দেশটির সঙ্গে সরাসরি বিমান সংযোগ এবং নিয়মিত অফিসিয়াল যোগাযোগ চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল এবং সমুদ্র অর্থনীতিও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র বলে উল্লেখ করেন ডিলামিনি। তিনি ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

শাহরিয়ার আলম ঢাকায় দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট খোলার আহ্বান জানালে ডলামিনি জানান তার সরকার বিষয়টি বিবেচনা করছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর