ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ডিভিডেন্ড না দেওয়া কোম্পানির ব্যবসার নতুন খবর

২০২৩ আগস্ট ১২ ১৭:৫৬:২৩
ডিভিডেন্ড না দেওয়া কোম্পানির ব্যবসার নতুন খবর

ডিভিডেন্ড না দেয়া লোকসানি কোম্পানিটি এবার ব্যবসার নতুন খবর জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির পর্ষদ বরগুনার মহিষডাঙ্গায় আট বিঘা জমিসহ একটি কৃষি প্রকল্প ইজারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটিতে কোম্পানির পরিচালকরা ১ কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে।

ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা এই কোম্পানি সর্বশেষ ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুসারে, ২০২০ অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইমাম বাটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮১ পয়সায়।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত চট্টগ্রামভিত্তিক বোতাম প্রস্তুতকারক কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৭ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩ কোটি ২২ লাখ টাকা।

মার্কেট আওয়ার/মিজান

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর