ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাবার বয়স ৭০, ছেলের ১০৫!

২০২৩ আগস্ট ১২ ১১:৩০:১৬
বাবার বয়স ৭০, ছেলের ১০৫!

জানা যায়, জাতীয় পরিচয়পত্রে মুসলেম উদ্দিনের জন্ম তারিখ ১৯৫২ সালের ১৭ অক্টোবর। আর ছেলে মঞ্জুরুল হকের জন্ম তারিখ দেওয়া হয়েছে ১৯১৮ সালের ২ ফেব্রুয়ারি। সে হিসেবে বাবার বর্তমান বয়স ৭০ বছর আর ছেলের ১০৫। বাবার চেয়ে ৩৪ বছর ৮ মাস ১৫ দিন বেশি বয়স দেখানো হয়েছে মঞ্জুরুল হককে।

ভুক্তভোগী মঞ্জুরুল হক বলেন, ‘লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝিনি। স্মার্ট কার্ড অনেক আগেই পেয়েছি; কিন্তু এই সমস্যা বুঝিনি। একমাস আগে এনজিও (ব্র্যাক) থেকে ঋণ তুলতে গেলে বয়সের সমস্যা ধরা পড়ে। ভাবছি পরে ঠিক করে নেবো। বাড়িতে ঘর তুলে ধারদেনা হয়ে গেছে। তাই চিন্তা করেছিলাম ব্র্যাক থেকে ঋণ নিয়ে সেগুলো পরিশোধ করবো। অথচ আমি ঋণ তুলতে পারছি না।’

তিনি বলেন, ‘অফিসের লোকজন বলছে, যতদিন আমার আইডি কার্ড ঠিক না হবে ততদিন তারা ঋণ দিতে পারবে না। আমার বয়স এমন বেশি হওয়ার কারণে যেকোনো কাজে গেলেই নানা সমস্যায় পড়তে হচ্ছে। আমি জাতীয় পরিচয়পত্র থেকে ভুল সংশোধন করতে চাই।’

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল বলেন, আমাদের উপজেলায় ‘ক’ ক্যাটাগরির ভুল সংশোধন করা যায়। মঞ্জুরুল হকের বিষয়টি বয়স সংশোধনের বিষয়। এজন্য ‘গ’ ক্যাটাগরির আবেদন করলে ময়মনসিংহ বিভাগীয় অফিস দেখবে। ভুল সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর