ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইমরানের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করলেন বুশরা বিবি

২০২৩ আগস্ট ১১ ১৪:২৯:৩১
ইমরানের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ করলেন বুশরা বিবি

বৃহস্পতিবার বুশরা বিবি আইনজীবীদের সঙ্গে ওই জেলে গিয়ে উপস্থিত হন। সেখানে তাকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুখোমুখি একান্তে দু’জনের সাক্ষাৎ হয় প্রায় এক ঘন্টা। এই সময় তাদের কোনো আইনজীবী বা অন্য কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

এদিকে, আইনজীবী নাঈম পানজোথা, শের আফজাল মারওয়াট ও আলি ইজাজ বাট্টার- কেউই ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি।

নাঈম পানজোথার মতে, ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি নিয়েছেন বুশরা বিবি। তবে আদালতের নির্দেশ দেখানো সত্ত্বেও ইমরানের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেয়া হয়নি। তারা এ সময় জেলখানার বাইরে অবস্থান করেন। সাক্ষাৎ শেষে বুশরা বিবি আবার লাহোরের বাড়ির উদ্দেশে রওনা দেন।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর