ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইতিবাচক দিকে মোড় নিয়েছে রেমিট্যান্স

২০২২ নভেম্বর ২২ ১৮:৫৯:০২
ইতিবাচক দিকে মোড় নিয়েছে রেমিট্যান্স

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দুই দিন আগে কেন্দ্রীয় ব্যাংক বলেছে রেমিট্যান্স প্রবাহ ঘুরে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। এটা সুসংবাদ। আমরা মালামাল আমদানির ক্ষেত্রে নানা ধরনের মেকানিজম ব্যবহার করেছিলাম, যাতে এটা কম হয়। সেটা ভালো ফল দিয়েছে। এখন রেমিট্যান্স আয় ও ইমপোর্ট আয় যোগ করে যা হয়, দুটির মধ্যে একটা ভারসাম্যে পৌঁছে গেছি।

এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের এই মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৭ এর কাছাকাছি থাকবে। আমাদের গুদামে ২ বিলিয়ন চাল আছে। মাঠে আমন আছে। সবজির উৎপাদন গত কয়েক বছরের তুলনায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর