ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে পৌঁছেই নেতাকর্মীদের কাছে ছুটে গেলেন ফখরুল

২০২২ নভেম্বর ১২ ০০:১৮:৫৭
ফরিদপুরে পৌঁছেই নেতাকর্মীদের কাছে ছুটে গেলেন ফখরুল

শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি উপস্থিত হন ফরিদপুরের সমাবেশস্থলে। পরে সেখানে মঞ্চ পরিদর্শন করেন তিনি। ১০ থেকে ১২ মিনিট অবস্থানের পর সমাবেশস্থল ত্যাগ করেন।

ফখরুল সমাবেশস্থলে আসায় উজ্জীবিত হন উপস্থিত নেতাকর্মীরা। মুহুর্মুহু স্লোগানে গানে প্রকম্পিত করে তোলেন আব্দুল আজিজ ইনিস্টিটিউটের মাঠ। ওই সময় বিএনপি মহাসচিব সমাবেশ মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামানসহ অনেকে।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘তিন দিন ধরে সমাবেশস্থলে লোকজন আসছে। আজ জুমার নামাজের পর থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এই সরকার সমাবেশে আসতে এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা তার কড়া জবাব দিব এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে। এখান থেকে আমরা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেব। আগামীতে তা বাস্তবায়ন করা হবে।’

আহম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর