ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রাজউকের ৬০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণে ব্যয় ৭০ কোটি টাকা

২০২৩ আগস্ট ০৯ ১৭:৪৫:১৩
রাজউকের ৬০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণে ব্যয় ৭০ কোটি টাকা

বেসরকারি ভবনগুলোর রেজিলিয়েন্সির (স্থিতিস্থাপকতা ও সহনশীলতা) জন্য ডিজাইন ও নির্মাণের গুণগত মান বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় তারা প্রশিক্ষণে যাবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, নগর এলাকায় দুর্যোগঝুঁকি প্রশমন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রার মধ্যে নগরায়ণ ও ভবন নির্মাণ কৌশল বিষয়ে উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ সাধন ও গবেষণায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উল্লেখ রয়েছে।

এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিতেও নিরাপদ, অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলার কথা উল্লেখ রয়েছে। ফলে এর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া বেসরকারি ভবনগুলোর রেজিলিয়েন্সির (স্থিতিস্থাপকতা বা সহনশীলতা) জন্য ডিজাইন এবং নির্মাণের গুণগত মান বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পটি সংগতিপূর্ণ।

কমিশন সূত্র জানিয়েছে, রাজধানী ঢাকার বেসরকারি ভবনের কাঠামোগত দুর্বলতা রোধ ও অগ্নিদুর্ঘটনা ঝুঁকি প্রশমনে ডিজাইন রিভিউ, নির্মাণকাজ মনিটরিং এবং সুপারভিশন বিষয়ে রাজউক ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৫৮ লাখ ৫৩ হাজার টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৭ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা, আর প্রকল্প অনুদান বাবদ ৬২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা দেবে জাইকা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন লক্ষ্য স্থির করা হয়েছে।

জানা গেছে, প্রকল্পের আওতায় বিদেশে প্রশিক্ষণের পর ৬০ কর্মকর্তা দেশে ফিরে এসে রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে আরও ৬০০ জনকে প্রশিক্ষণ দেবেন।

এ ছাড়া সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এই ৬০ কর্মকর্তা স্ট্রাকচারাল ও অগ্নিনিরাপত্তা ডিজাইন পর্যালোচনা, নির্মাণকাজ ইন্সপেকশন-সুপারভিশন ও সচেতনতা বৃদ্ধিবিষয়ক গাইডলাইন প্রস্তুতকরণ এবং প্রশিক্ষণ পাবেন বলেও জানা গেছে।

উদ্যোগী মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের এই উদ্যোগ ভবনের কাঠামোগত দুর্বলতা রোধ ও অগ্নিদুর্ঘটনা ঝুঁকি প্রশমনে ডিজাইন রিভিউ, নির্মাণকাজ মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানিং এরিয়াজুড়ে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের আরএডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল। সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ৯.৯.১ অনুচ্ছেদ নং অনুচ্ছেদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রার মধ্যে নগরায়ণ ও ভবন নির্মাণ কৌশল বিষয়ে উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ সাধন ও গবেষণায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উল্লেখ রয়েছে। এসডিজির ১১ নম্বরে অভীষ্টে নিরাপদ, অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলার উল্লেখ রয়েছে, যার সঙ্গে প্রকল্পটি সংগতিপূর্ণ।

এদিকে একনেকের অনুমোদন প্রত্যাশা করে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, প্রকল্পটির আওতায় ঢাকা শহরের বেসরকারি ভবনগুলোর ডিজাইন ও নির্মাণকাজের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গাইডলাইন প্রণয়ন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যা ভবন নির্মাণে দুর্যোগঝুঁকি প্রশমনে সহায়ক ভূমিকা পালন করবে।

এ অবস্থায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত বেসরকারি ভবনগুলোর রেজিলিয়েন্সির (স্থিতিস্থাপকতা বা সহনশীলতা) জন্য ডিজাইন এবং নির্মাণ এর গুণগত মান বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি ডিসেম্বর ২০২৪ মেয়াদে বাস্তবায়নের জন্য একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করা হলো।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, এসডিজি এবং সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নগরায়ণ ও ভবন নির্মাণ কৌশল বিষয়ে উদ্ভাবনী প্রযুক্তির বিকাশ সাধন ও গবেষণায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উল্লেখ রয়েছে। এর আওতায় সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে রাজধানীর বেসরকারি ভবনের কাঠামোগত দুর্বলতা রোধ এবং অগ্নিদুর্ঘটনা ঝুঁকি প্রশমনে ডিজাইন রিভিউ, নির্মাণকাজ মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর