ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

তারেকের বক্তব্য প্রচার প্রশ্নে রুল শুনানিতে হট্টগোল

২০২৩ আগস্ট ০৯ ০৬:৪২:২২
তারেকের বক্তব্য প্রচার প্রশ্নে রুল শুনানিতে হট্টগোল

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রুল শুনানির জন্য দিন ঠিক করতে আদালতে যান সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ আওয়ামীপন্থি আইনজীবীরা।

অন্যদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থি আইনজীবীরাও আদালতে যান।শুরুতে হাইকোর্ট বেঞ্চের বিচারপতি.

মো. খসরুজ্জামান জানতে চান তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি, তাহলে কীভাবে রুল শুনানি হবে? এ সময় রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, তাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক বিষয় আদালতে আনা উচিত হবে না। রাজনৈতিক বিষয় কোর্টের বিষয় নয়। এক পর্যায়ে তারেক রহমানকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে মন্তব্য করেন কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবী। তখন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আদালতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে আদালতের হস্তক্ষেপে শান্ত হন দুই পক্ষের আইনজীবীরা। পরে হাইকোর্ট বলেন, রুলস অনুযায়ী তারেক রহমানকে অবশ্যই নোটিশ দিতে হবে। তবে সেটি কোন প্রক্রিয়ায় এর উপায় খুঁজতে হবে। বিকল্প পদ্ধতি বের করতে হবে। আদালত বলেন, এ বিষয়ে বুধবার আদেশ দেওয়া হবে।

২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলা হয়।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর