ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার বেড়েছে

২০২৩ আগস্ট ০৯ ০৬:৩৯:০২
ব্যাংকের ঋণ ও আমানতের সুদহার বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, গত জুনে ব্যাংকগুলো গড়ে ৪.৩৮ শতাংশ সুদে আমানত নিয়েছে। আর ঋণ বিতরণ করেছে গড়ে ৭.৩১ শতাংশ সুদে। এতে ব্যাংক খাতের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ২.৯৩ শতাংশ। এর আগে মে মাসে ব্যাংকগুলোর স্প্রেড ছিল ২.৯১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো সর্বোচ্চ ৪ শতাংশ স্প্রেডে ঋণ বিতরণ করতে পারে। চলতি বছরের জুনে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের স্প্রেড সবচেয়ে বেশি ছিল বিদেশি খাতের ব্যাংকগুলোর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের গড় স্প্রেড দাঁড়িয়েছে ২.২৮ শতাংশ। এর মধ্যে দুটি ব্যাংকের স্প্রেড ছিল ঋণাত্মক। এর মধ্যে বেসিক ব্যাংকের স্প্রেড ছিল মাইনাস ২.৩৬ শতাংশ। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) স্প্রেড ছিল মাইনাস ১.২৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, এছাড়া জুনে বিশেষায়িত ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদহারের গড় ব্যবধান ছিল ১.২০ শতাংশ। আর বিদেশি ব্যাংকগুলোর গড় ব্যবধান ছিল ৬.৬০ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর আমানত ও ঋণের স্প্রেড বেশি হওয়ার অন্যতম কারণ ছিল—এই খাতের ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার বেশি ছিল এবং আমানতের গড় সুদহার ছিল কম। জুনে বিদেশি ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ১.১৭ শতাংশ, আর ঋণের সুদ ছিল ৭.৫৭ শতাংশ। জুনে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের আমানত ও ঋণের স্প্রেড ঋণাত্মক ছিল ২.৬৪ শতাংশ। ব্যাংকটি গড়ে আমানত নিয়েছে ২.৬৫ শতাংশে এবং গড় ঋণ বিতরণ করেছে ০.০১ শতাংশে। আর বেসরকারি খাতের ব্যাংকগুলোর গড় স্প্রেড হয়েছে ২.৯৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জুনে দেশের বেসরকারি ব্যাংকের ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ৭.৫৪ শতাংশ। এ সময়ে আমানতের গড় সুদহার ৪.৬০ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের স্প্রেড ঋণাত্মক। ব্যাংক তিনটি হলো আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সরোয়ার হোসেন এই বিষয়ে বলেন, একটা দীর্ঘ সময় পরে সুদের হার বেড়েছে। এটা ভালো খবর। এতে ব্যাংকগুলোর তারল্য ঘাটতি কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর