ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা

২০২৩ আগস্ট ০৭ ১৮:২০:৫৪
বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা

রাজধানীর বিমসটেক এনার্জি কনক্লেভের প্রথম দিনে সংবাদ সম্মেলনে ভারতের ব্যবসায়ীরা জানান, ২০২১ সালে প্রায় ২৫ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন ৫১ কোটি ডলার। তাই তাদের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল নির্মিত হলে কমবে ভারদের ওপর সেই নির্ভরতা।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

৮৫টি কোম্পানির প্রতিনিধি যোগদান করছেন ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্সে। বাংলাদেশে চারটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব আছে তাদের।

অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছেছে। অনুষ্ঠানে আইবিসিসিআই চেয়ারম্যান মাতলুব আহমাদ অংশ নেন।

এদিকে, বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ব্যবস্থাপনায় বাংলাদেশে আসছে ভারতের চেইন হাসপাতাল অ্যাপেলো। ভারতের ফ্র্যাঞ্চাইজিহাসপাতালটির সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকায় ও ঢাকার বাইরে হাসপাতাল ও ক্লিনিক স্থাপন করার লক্ষ্যে ইতোমধ্যে জেএমআই হসপিটাল একটি সাবসিডিয়ারি কোম্পানিও গঠন করেছে। যার ৬৫ শতাংশ মালিকানায় থাকবে জেএমআই হসপিটাল লিমিটেড।

জেএমআই হসপিটালের এক কর্মকর্তা এই বিষয়ে জানান, ‘অ্যাপেলোর সঙ্গে চুক্তি করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো দিন চুক্তিটি স্বাক্ষর করা হতে পারে।’

এর আগে ২০০৫ সালে অ্যাপোলোর সহযোগিতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৪২৫ শয্যাবিশিষ্ট ‘অ্যাপোলো হাসপাতাল’ স্থাপন করা হয়েছিল। এসটিএস গ্রুপেরব্যবস্থাপনায়হাসপাতালটি ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ জেসিআই সনদও পায়। এরপর ১৫ বছরের চুক্তি শেষ হয়ে গেলে অ্যাপেলো হাসপাতাল চুক্তিটি আর নবায়ন করেনি। ফলে ২০২১ সালে অ্যাপেলো বাংলাদেশ ত্যাগ করলে হাসপাতালটির নাম পরিবর্তনকরে ‘এভারকেয়ার’ হাসপাতাল করা নেয়।

বাংলাদেশ থেকে অ্যাপোলো হাসপাতাল চলে যাবার পর জেএমআই গ্রুপসহ বাংলাদেশের কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপেলো হাসপাতালের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশে হাসপাতাল স্থাপন করার চেষ্টা চালায়। সবশেষে জেএমআই হাসপাতাল সফল হয় এবং অ্যাপেলো হাসপাতালের সঙ্গে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল স্থাপন করার সুযোগ পায়।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর