ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পতনের মধ্যেও আশা জাগাচ্ছে শেয়ারবাজার 

২০২৩ আগস্ট ০৭ ১৫:৩৮:৩৬
পতনের মধ্যেও আশা জাগাচ্ছে শেয়ারবাজার 

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করেছে। যে কারণে পতনের মধ্যেও লেনদেনে বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। তাঁরা ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের পেনিক হয়ে কম দরে শেয়ার বিক্রি না করার পরামর্শ দেন। তাঁদের মতে, বাজার এমনিতে তলানিতে এসে ঠেকেছে। এখান থেকে বাজার বেশি পড়ার সুযোগ নেই। কিন্তু বাজার যখন ঊর্ধ্বমুখী হবে, তখন পতনের চেয়ে ঊর্ধ্বগতির শক্তি আরও বেশি দেখা যাবে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ১৬.১৫ পয়েন্ট কমে ছয় হাজার ২৯৯.৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৬.২৭ পয়েন্টে এবং দুই হাজার ১৩৮.৪০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির বা ৮.৩৩ শতাংশের। এছাড়া দর কমেছে ১৪২টির বা ৪২.২৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৬৬টির বা ৪৯.৪০ শতাংশের।

আজ ডিএসইতে ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৮৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৪.৩৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলো মধ্যে সিএসসিএক্স ২৪.১২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৯৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬.৪৬ পয়েন্ট এবং সিএসআই ০.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৩.৬৩ পয়েন্টে, এক হাজার ৩০৭.৫৪ পয়েন্টে, ১৩ হাজার ৩১৯.৩৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯.৩৩ পয়েন্টে।

সিএসইতে আজ ১৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৪টির এবং ৫৫টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে মোট ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৬ আগস্ট ২০২৩

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর