ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএসইতে আলোচনা সভা

২০২৩ আগস্ট ০৬ ১৫:৩৮:২৩
জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএসইতে আলোচনা সভা

আগামী ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর প্রধান কার্যালয়ের মাল্টিপারপাস হলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রূপকার, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখাসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক ব্যানার ফেষ্টুন এবং ওয়েব ব্যানার দেয়া হয়।

এছাড়া ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জাতীয় শোক দিবস ১৫ আগস্টে ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এতিমখানায় দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী সমাপ্ত করবেন।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর