ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বৃষ্টির পানিতে তলিয়ে গেল মেয়রের বাড়ি!

২০২৩ আগস্ট ০৪ ১৫:০৫:০২
বৃষ্টির পানিতে তলিয়ে গেল মেয়রের বাড়ি!

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছেন, শুক্রবার (০৪ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তি নগর, বগারবিল, মৌসুমী আবাসিক, চান্দগাঁও, বাকলিয়া, চাক্তাই-খাতুনগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারসহ নগরীর নিচু এলাকার সড়কগুলোতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে।

জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরীর মেহেদীবাগ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, ছোটপুল-বড়পুল, গোসাইলডাঙ্গা ও হালিশহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। ঝড়ের কারণে বাকলিয়ার কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ১টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

দেওয়ান বাজার এলাকার বাসিন্দা নুর উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে সড়কে পানি। বাসায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বন্ধ থাকায় সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে।’

চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, যেসব এলাকায় পানি জমে থাকার খবর পাওয়া যাচ্ছে, সেখানে চসিকের বিশেষ পরিচ্ছন্নতা টিম পাঠানো হচ্ছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর