ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

অনিবন্ধিত অফিসে চলছে সোনালী লাইফের কার্যক্রম

২০২৩ আগস্ট ০৩ ১৮:৪১:০৮
অনিবন্ধিত অফিসে চলছে সোনালী লাইফের কার্যক্রম

ডিএসই ওয়েবসাইটে প্রকাশ করা নিরীক্ষক জানান, তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে যে ভবনে অবস্থিত, তার বিভিন্ন ফ্লোর স্পেস ক্রয় করেছে কোম্পানিটি। কিন্তু স্থানান্তরিত দলিলের মাধ্যমে কোম্পানির নামে এখনও কোনও ফ্লোর নিবন্ধিত হয়নি। .

একটি কোম্পানির আর্থিক প্রতিবেদনে সাধারণত একজন নিরীক্ষক গুরুতর কোনো বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চান যা নিয়ন্ত্রক সংস্থাসমূহের পাশাপাশি কোম্পানির বিনিয়োগকারীদের জানা উচিত।

সোনালী লাইফ ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।

চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানিটি ১৫৭ কোটি ৬২ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। যা আগের বছর একই সময়ে ছিল ১০৬ কোটি ১৪ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬৭০ কোটি ৭৩ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩৪০ কোটি ৯৬ লাখ টাকা।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর