ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জঙ্গি ও আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই : রিজভী

২০২২ নভেম্বর ২২ ১৪:১৯:০৩
জঙ্গি ও আ.লীগের মধ্যে কোনো পার্থক্য নেই : রিজভী

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো, সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরানো জঙ্গি চলে গেল। পুলিশের কোনো নিরাপত্তা নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, “আপনি কি দেশের মানুষকে বেকুব মনে করেন? আপনারই মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জঙ্গি সৃষ্টি করছে বিএনপি!’”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনি কি দেখেননি, কীভাগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটা তো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে, তার প্রমাণ ভূরি ভূরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।’

রিজভী আরও বলেন, “জাপানের রাষ্ট্রদূত বলেছেন, ‘নিশিরাতে ভোট হয়।’ আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। আসলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সঙ্গে কোনো দেখা হয়নি। মানুষ যখন পতনের দ্বারপ্রান্তে চলে আসে, তখন প্রচণ্ড আবোলতাবোল বলতে থাকে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, এম-ট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার প্রমুখ।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর