ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফিরেই নেইমারের জোড়া গোল

২০২৩ আগস্ট ০৩ ১৭:০৫:৫৯
ফিরেই নেইমারের জোড়া গোল

এই ম্যাচ দিয়েই প্রায় পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্সে করেন জোড়া গোল। দলের হয়ে বাকি গোলটি করেন মার্কো আসেনসিও।

দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন নেইমার। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাবটি।

ম্যাচের ৮৩ মিনিটে নেইমারের গোলেই ব্যবধান দ্বিগুন হয়। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও।

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে। ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি।

প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন এই তারকা। ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে তাই কোন বাধা নেই তার।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর