ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

২০২৩ আগস্ট ০৩ ১৬:৪৩:৪৩
সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

অল্প সময়ের মধ্যেই তাঁরা চলে গেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির সিনিয়র আইনজীবীরা তা নিয়ন্ত্রণ করেন।

এদিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেন দুই পক্ষের আইনজীবীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বারের সভাপতির কক্ষের সামনে থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়। এ ছাড়া ভাঙচুর করা হয় সম্পাদকের কক্ষের জানালা।

এর আগে গতকাল রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা মুখোমুখি অবস্থান করেন। সে সময় তাঁরা মুখোমুখি দুই দলের স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হুইসেল বাজিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর