ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

২০২২ নভেম্বর ২২ ১৪:১২:৩০
পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে দুই বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে দুই বিভাগের নাম নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন দুটি বিভাগ হলে দেশে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। অন্য বিভাগগুলোর নাম শহরের নামে হলেও প্রথমবারের মতো নদীর নামে বিভাগের নামকরণ করা হচ্ছে।

আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পদ্মা ও মেঘনা বিভাগ গঠনের প্রস্তাব উঠছে।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর ‘মেঘনা’ নদীর নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর