ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যুদ্ধ অপরাধীর শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ!

২০২৩ আগস্ট ০৩ ১৬:০৭:৪৫
যুদ্ধ অপরাধীর শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ!

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানি দুটি একই মালিকদের প্রতিষ্ঠান। কোম্পানি দুটির মালিকরা কুমিল্লার অধিবাসী। মালিকদের এক ভাই যুদ্ধ অপরাধীর অভিযোগে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন। তিনিও কোম্পানি দুটির ভাইস চেয়ারম্যান।

কোম্পানি দুটি শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোনো বছরই বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেয়নি। তারপরও বছরজুড়ে কোম্পানি দুটির শেয়ার নিয়ে চলছে কারসাজি। একটি গোষ্টি কোম্পানি দুটির শেয়ার নিয়ে বছরজুড়ে কারসাজিতে জড়িত। যারা নিয়ন্ত্রক সংস্থার ধরাছোঁয়ার বাইরে।

আজ (বৃহস্পতিবার) শেয়ারবাজারে সপ্তাহের মধ্যে বড় পতন হয়েছে। এর মধ্যেও লোকসানি এই দুই কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে থেকেছে। দিনের প্রায় বেশিরভাগ সময়ই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে ক্রেতাদের ছোটপাটে বিক্রেতারা উধাও হয়ে যায়।ডিএসইতে আজ কোম্পানি দুটির শেয়ার শীর্ষ দাম বৃদ্ধির শেয়ার ছিল। তবে জেড ক্যাটাগরির শেয়ার বলে শেয়ারটি দুটিকে দাম বৃদ্ধির তালিকায় বিবেচনায় নেয়া হয়নি। শেয়ার দুটির মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের দাম বেড়েছে ৯.৮৭ শতাংশ এবং মেঘনা পেটের ৯.৭৬ শতাংশের বেশি।

আজ দাম বৃদ্ধির তৃতীয় কোম্পানি ছিল কন্টিনেন্টাল ইন্সুরেন্স। যেটি ৬.১৪ শতাংশ দাম বৃদ্ধি নিয়ে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ি, মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারপ্রতি লোকসান রয়েছে ১ টাকা ৬৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য রয়েছে নেগেটিভ ৭১ টাকা ৬৭ পয়সা।

অন্যদিকে, মেঘনা পেটের শেয়ারপ্রতি লোকসান রয়েছে ১৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য রয়েছে নেগেটিভ ৫ টাকা ২ পয়সা।

মজার বিষয় হচ্ছে, তালিকাভুক্তির পর কোম্পানি দুটি কোনো বছরই মুনাফায় থাকতে দেখা যায়নি। প্রতি বছরই লোকসানে থেকেছে। কোনো বছর লোকসান কমেছে, আবার কোনো বছর লোকসান বেড়েছে। কোম্পানি দুটির কার্যক্রম দীর্ঘদিন যাবত বন্ধ। তারপরও বছরশেষে কোনো বছর লোকসান বড় আকারে বাড়ে; আবার কোনো বছর লোকসান বড় আকারে কমে যায়। এই আজগুবি আর্থিক হিসাব যেন দেখার কেউ নেই।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর