ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত হয়নি

২০২২ নভেম্বর ২২ ১২:১৩:৫৮
পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত হয়নি

এর আগে গত ১৭ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এক চিঠিতে জানিয়েছিল, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিতে ব্যর্থ হওয়ায় পিএফআই সিকিউরিটিজের ডিপি অপারেশন ২০ নভেম্বর থেকে স্থগিত থাকবে।

চিঠিটি পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিয়েছে। যে কারণে কোম্পানিটির স্বাভাবিক লেনদেন চালু রয়েছে।

সিডিবিএল চিঠিতে আরও জানিয়েছিল, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একত্রিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।

নির্ধারিত তারিখের আগেই কোম্পানিটি সিডিবিএলের যাবতীয় ফি জমা দেওয়ায় লেনদেন স্থগিত করা হয়নি।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর