ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বেইজিংয়ে করোনায় বন্ধ পার্ক-জাদুঘর

২০২২ নভেম্বর ২২ ১১:৫২:৫৬
বেইজিংয়ে করোনায় বন্ধ পার্ক-জাদুঘর

রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, করোনা মোকাবিলায় আজ মঙ্গলবার বেইজিংয়ের পার্ক, বিপণিবিতান ও জাদুঘর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

করোনার ফলে দেশটির অর্থনৈতিক অবস্থাও উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আগের দিন সোমবার চীনে স্থানীয়ভাবে ২৮ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে দক্ষিণাঞ্চলের গুয়াংঝু ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে।

এ ছাড়া দেশটিতে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগে এ সপ্তাহে তিনজনের মৃত্যু হয়।

এদিকে বেইজিংয়ে করোনা শনাক্তের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করায় স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর