ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইংলিশ ফুটবলে যোগ হলো নতুন আইন

২০২৩ আগস্ট ০২ ০৯:০৯:১৪
ইংলিশ ফুটবলে যোগ হলো নতুন আইন

সাধারণত ফুটবলের মাঠে কড়া ট্যাকল কিংবা অশোভন আচরণের দায়ে আগে থেকেই শাস্তির বিধান রাখা ছিল। নতুন নিয়মে আরও কঠোর শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। যেখানে খেলোয়াড় ও কোচের পাশাপাশি শাস্তির মুখোমুখি হতে পারে নির্দিষ্ট ক্লাবটিও। এ ছাড়া রেফারির সিদ্ধান্তে প্রতিবাদ জানানো কিংবা অফিসিয়ালস কেউ টাচলাইন অতিক্রম করলে তাদেরও শাস্তি পেতে হবে।

সোমবার (৩১ জুলাই) ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নতুন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানায়। যেখানে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগসহ ইংল্যান্ডের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় নতুন এই নিয়মগুলো অনুসরণ করা হবে।

বিবৃতি থেকে জানা যায়, খেলাকালীন কয়েকজন খেলোয়াড় মিলে রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করলে এবং তাকে ঘিরে ধরলে হলুদ কার্ড দেখানো হবে। শুধু তাই নয়, এরপর এফএর কাছে সে বিষয়ে অভিযোগ দেওয়া হবে। তাতে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। এ ছাড়া দর্শকদের বিরূপ আচরণ, দুয়ো দেওয়া কিংবা উসকানিমূলক বা বর্ণবাদীমূলক গানের কোরাস তোলার বিষয়গুলোকেও পর্যবেক্ষণে রাখা হবে।

এফএ’র প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম এ সম্পর্কে বলেন, ‘আমাদের লক্ষ্য মাঠে এবং টাচলাইনের বাইরে থেকে রেফারিকে যেন যথার্থ সম্মান দেওয়া হয়। এমনকি গ্যালারি থেকে নেতিবাচক আচরণের ঘটনাও আমরা সহ্য করব না।’

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ম্যাচ অফিসিয়ালদের ঘিরে ধরা কিংবা মাঠে সংঘর্ষের জন্য ২০টিরও বেশি জরিমানা করে এফএ। যেখানে অর্থের মোট অঙ্কটা ছিল ১০ লাখ পাউন্ডের বেশি। এবার নতুন নিয়মে যা আরও বাড়তে পারে।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর