ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জুলাই মাসে সর্বোচ্চ রিটার্ন দেওয়া ১০ কোম্পানির অর্ধেকই বিমা খাতের

২০২৩ আগস্ট ০১ ২১:৫৭:৫৪
জুলাই মাসে সর্বোচ্চ রিটার্ন দেওয়া ১০ কোম্পানির অর্ধেকই বিমা খাতের

এই দশ কোম্পানির মধ্যে রয়েছে জনতা ইন্স্যুরেন্স, ফু ওয়াং ফুড, খান ব্রদার্স পিপি, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, দেশবন্ধু পলিমার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ণ মেরিন শিপেয়ার্ড ইন্ডাস্ট্রি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে জুলাই মাসে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ণ দিয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গেলো একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৫৮.৯৫ শতাংশ। একমাস আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮ টাকা ৫০ পয়সায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে অবস্থান করছে ৪৫ টাকা ৩০ পয়সায়।

একমাসে শেয়ারদর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ফু ওয়াং ফুড লিমিটেড। গেলো একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ৫৪.০৪ শতাংশ। একমাস আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ৫০ পয়সায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে অবস্থান করছে ৩৬ টাকা ২০ পয়সায়।

একমাসে শেয়ারদর বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গেলো একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৪৬.৫২ শতাংশ। একমাস আগে কোম্পানিটির শেয়ারদর ছিল ২০ টাকায়। একমাসে কোম্পানিটির শেয়ারদর বেড়ে অবস্থান করছে ৩৩ টাকা ৭০ পয়সায়।

এছাড়াও, বাকি সাতটি কোম্পানির মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৪৪.৫৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ৪০ পয়সা বা ৪০.৭১ শতাংশ, রূপালী ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা ৩৭.৩০ শতাংশ, দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ৩৪.৫০ শতাংশ, এশিয়া প্যাসিফিকের শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৯০ পয়সা বা ৩০.৭৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৫ টাকা ৯০ পয়সা বা ২৬.৩৭ শতাংশ এবং ওয়েস্টার্ণ মেরিনের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ২৬.৩৬ শতাংশ।

মার্কেট আওয়ার/মামুন

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর