ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম–১০ আসনে আ.লীগ প্রার্থী নির্বাচিত, ভোট পড়েছে ১১ শতাংশ

২০২৩ জুলাই ৩০ ২২:২১:০২
চট্টগ্রাম–১০ আসনে আ.লীগ প্রার্থী নির্বাচিত, ভোট পড়েছে ১১ শতাংশ

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজ রোববার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরের জিমনেসিয়ামে ফলাফল ঘোষণা করেন। উপনির্বাচনে ১৫৬ কেন্দ্রে ১ হাজার ২৫১টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন।

এবারের নির্বাচনে মো. মহিউদ্দিনসহ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি পাঁচ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট এবং তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট। এ ছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন যথাক্রমে ৪৮০ ও ৩৬৯ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশিদ মিয়া পেয়েছেন ৫৭৯ ভোট। বিজয়ী প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।

আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি। এদিকে আরমান আলী নামের এক স্বতন্ত্র প্রার্থী তাঁকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর