ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আহমেদাবাদে হাসপাতালে আগুন, সরানো হলো ১২৫ রোগী

২০২৩ জুলাই ৩০ ১২:১১:৩৫
আহমেদাবাদে হাসপাতালে আগুন, সরানো হলো ১২৫ রোগী

এনডিটিভির খবরে বলা হয়, রোববার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আহমেদাবাদের শাহিবাগের রাজস্থান হাসপাতালের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।

হাসপাতালের সংস্কার কাজ চলমান থাকায় বেসমেন্টে অনেক জিনিসপত্র রাখা ছিল। সেখান থেকেই আগুন লাগে।

শাহিবাগ থানার পরিদর্শক এম ডি চম্পাবত বলেন, এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১২৫ জন রোগীকে অন্য হাসপাতালে ‍সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। হাসপাতালের যে বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের উপপ্রধান জয়েশ খাদিয়া বলেন, ১০ তলা ভবনের দ্বিতীয় বেসমেন্টে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে আমাদের এ বিষয়ে অবহিত করা হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রায় দুই ডজন ইউনিট ঘটনাস্থলে এসেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর