ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার স্থিতিশীল তহবিলের পরিমাণ ১১২১ কোটি টাকা

২০২২ নভেম্বর ২২ ০৭:১২:২১
শেয়ারবাজার স্থিতিশীল তহবিলের পরিমাণ ১১২১ কোটি টাকা

সিএমএসএফ সূত্রে গেছে, এর মধ্যে ক্যাশ অর্থ দাঁড়িয়েছে ৪৮৯ কোটি ১ লাখ টাকায় আর ৮ কোটি ১২ লাখ শেয়ার বাবদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৩ লাখ টাকা। চলতি বছরের ৩১ অক্টোবর সময়ে এই ফান্ড দাঁড়িয়েছে।

আলোচ্য তহবিলের মধ্যে ১ কোটি ৪৩ লাখ টাকা দাবি নিষ্পত্তি করা হয়েছে। ২২৫ কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) দেওয়া হয়েছে। এছাড়া ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে গোল্ডেন জুবিলি ফান্ডে।

সিএমএসএফ সূত্র জানিয়েছে, সবমিলিয়ে ২৭৬ কোটি ৪৩ লাখ টাকা ব্যবহার করা হয়েছে। এখনও ৮৪৫ কোটি ১০ লাখ টাকা অব্যবহৃত রয়েছে। এর মধ্যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১২ কোটি ৬৮ লাখ টাকা। আর ৬৩২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার রয়েছে কোম্পানিতে।

সিএমএফসএফ বলছে, বিনিয়োগকারীদের অবণ্টিত ও দাবিহীন ডিভিডেন্ড সিএমএফসএফের তহবিলে জমা দেওয়ার নির্দেশ রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। কিন্তু এখনও বেশকিছু কোম্পানি বিনিয়োগকারীদের ক্যাশ ও বোনাস শেয়ার ডিভিডেন্ড জমা দেয়নি, এগুলো জমা দিলে ফান্ডের আকার আরও বাড়বে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর